Wellcome to National Portal

**  উপজেলা শিক্ষা অফিস, মুরাদনগর, কুমিল্লা এর ওয়েব পোর্টালে আপনাদের স্বাগতম।।  ** হিরাকাশি সপ্রাবির প্রধান শিক্ষক  জনাব ফয়েজুর রহমানের মৃত্যুতে আমরা গভীর শোকাহত  ** ২৬ আগস্ট ২০২৫ খ্রি: তারিখের মধ্যে যথাযথভাবে IPEMIS বৃত্তি পরিক্ষার DR সাবমিট করতে হবে ।।  **  বেইজলাইন সার্ভে অনুসারে শিখন ঘাটতি দূরীকরণে লিখিত কর্ম পরিকল্পনা গ্রহণ ও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অনলাইন যোগযোগ

অনলাইন যোগাযোগ:

জিমেইল: ueomuradnagar@gmail.com

অফিসিয়াল ওয়েবসাইট: www.deo.muradnagar.comilla.gov.bd

ম‌্যাসেঞ্জার গ্রুপ: উপজেলা শিক্ষা অফিস, মুরাদনগর, কুমিল্লা ।

হোয়াটসএপ গ্রুপ: প্রা: শিক্ষা পরিবার, মুরাদনগর



ম্যাসেঞ্জার গ্রুপে এড হওয়ার জন্য:

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এর (জনাব মো: কামাল হোসেন) সাথে যোগাযোগ করুন।

অথবা

যেই শিক্ষক উক্ত গ্রুপে এড আছেন উনাকে বলুন ম্যাসেঞ্জার গ্রুপে এড করে দিতে। উনি এড করে দেয়ার পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার (জমাব কামাল হোসেন) মহোদয়কে বলুন ম্যাসেঞ্জার গ্রুপে এড হওয়ার রিকোয়েস্টটি অনুমোদন করে দেয়ার জন্য। 



হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হওয়ার জন্য:

যেকোন সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে বলুন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। উনারা যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে দিবেন।



বি:দ্র:

১। প্রতিদিনের অফিসিয়াল গুরুত্বপূর্ণ ম্যাসেজ বা তথ্য বা তথ্যের চাহিদা (গুগল ফর্ম, ছক, নোটিশ) হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়ে থাকে। তাই প্রত্যেক প্রধান শিক্ষক এবং উক্ত বিদ্যালয়ের আইসিটি অভিজ্ঞ শিক্ষকের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা বাধ্যতামূলক। 

২। প্রয়োজনে অন্যান্য সহকারী শিক্ষকরাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হতে পারবেন। 

৩। প্রতিদিন বিদ্যালয়ে আসার পর অন্তত একবার এবং বিদ্যালয় প্রস্থানের পূর্বে অন্তত একবার হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করতে হবে যাতে কোন গুরুত্বপূর্ণ নোটিশ বাদ না পড়ে।

৪। তাছাড়া তথ্যপ্রযুক্তির যুগে সার্বক্ষণিক উপজেলা শিক্ষা অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ম্যাসেঞ্জার গ্রুপে চোখ রাখতে হবে।