Wellcome to National Portal

** ০৭-০৫-২০২৪খ্রি: হতে ২০২৪ শিক্ষাবর্ষের সময়সূচি অনুযায়ী শ্রেণি কার্যক্রম চলবে ও প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাসও যথাসময়ে চলবে     ** সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২৪ (৩য় ধাপ) এর  কাগজপত্র জমা দেয়ার চিঠি  নোটিশ বোর্ডে দেখুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সামজিক নীরিক্ষা কমিটি

সামাজিক নিরীক্ষা কমিটি বা Social Audit Committee (SAC):
স্লিপ কার্যক্রমের বাস্তবায়ন নিরীক্ষা ও মূল্যায়নের জন্য প্রতিটি বিদ্যালয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকবে এবং এ কমিটি সামাজিক নিরীক্ষা কমিটি বা Social Audit Committee (SAC) নামে পরিচিত হবে।

প্রধান শিক্ষকের উদ্যোগে পিটিএ-এর সভায় নিচের পাঁচ সদস্যের একটি সামাজিক নিরীক্ষা কমিটি গঠিত হবে:

১. পিটিএ সভাপতি -- সভাপতি (১ জন)

২. পিটিএ সভাপতি মনোনীত তিনজন পিটিএ সদস্য (নূন্যতম একজন মহিলা) - সদস্য (৩ জন)
৩. প্রধান শিক্ষক মনোনীত একজন সহকারী শিক্ষক (এসএমসির সদস্য শিক্ষক ব্যতীত) -- সদস্য সচিব (১ জন)


SAC কমিটির কার্যপরিধি

সামাজিক নিরীক্ষা কমিটি এসএমসি কর্তৃক বাস্তবায়িত স্লিপ কার্যক্রম নিরীক্ষা ও মূল্যায়ন করবে। নিরীক্ষাকালে নিচের বিষয়গুলো যাচাই করে নির্ধারিত ছকে তিন কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবে-

১। পরিকল্পনায় অন্তর্ভুক্ত কার্যাদি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না।

২। পরিকল্পনায় অন্তর্ভুক্ত নির্ধারিত খাতে অর্থ ব্যয় হয়েছে কি না।

৩। অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার যথাযথ আছে কি না।

৪। অর্থব্যয় সংশ্লিষ্ট ভাউচার বাজারদর অনুযায়ী আছে কি না।

৫। SAC কমিটির সদস্যসচিব এক কপি নিরীক্ষা ও মূল্যায়ন প্রতিবেদন প্রধান শিক্ষকের মাধ্যমে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট, এক কপি বিদ্যালয়ে সংরক্ষণের জন্য প্রধান শিক্ষকের নিকট এবং এক কপি ঝঅঈ কমিটির সভাপতির নিকট প্রদান করবেন।

৬। সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা সহকারী থানা শিক্ষা অফিসার তার কপি মন্তব্য সহকারে উপজেলা শিক্ষা অফিসারের নিকট উপস্থাপন