Wellcome to National Portal

** আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে  IPEMIS এর মাধ্যমে অনলাইনে স্লিপ কমিটি গঠনপূর্বক সাবমিট করতে হবে **  অতিদ্রুতি সকল কর্মকর্তা ও কর্মচারীদের IPEMIS এর তথ‌্য হালফিল করতে হবে ** সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণ নভেম্বর ২০২৪ এর মধ্যে ফরম পূরণ করে কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে ** ৩য় প্রান্তিক মূল্যায়ন ২০২৪ এর রূটিন প্রকাশ, যথাযথ ব্যবস্থা নিন ।। 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহকারী শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য

সহকারী শিক্ষকগণের দায়িত্ব ও কর্তব্য

১. শ্রেণিকক্ষে শিখন শেখানো ও গাঠনিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা;

২. বিদ্যালয় এলাকার স্কুলে গমনোপযোগী শি- শুদের বিদ্যালয়ে ভর্তি, উপস্থিতি নিশ্চিতকরণ ও পাঁচবছর মেয়াদী প্রাথমিক শিক্ষাচক্র সমা- পনে পদক্ষেপ গ্রহণ করা;

৩. সামজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশহি- সেবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা;

৪. প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহ- কারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে প্রশাস- নিক দায়িত্ব পালন করা;

৫. প্রতিমাসে অন্ততঃ একটি হোম ভিজিট করা;

৬. প্রধান শিক্ষককে বিদ্যালয় পরিচালনা করার কাজে সহযোগিতা করা;

৭. বিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড পত্র তৈরি ও আপডেট করার কাজে প্রধান শিক্ষককে প্র- য়োজনীয় সহযোগিতা করা;

৮. উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দা- য়িত্ব পালন করা।

৯। যথাসময়ে বিদ্যালয়ে ও শ্রেণিতে উপস্থিত হওয়া

১০। শ্রেণি পাঠ পরিকল্পনা তৈরি করা ও সেই অনুসারে উপকরণ প্রস্তুতপূর্বক পাঠ পরিচালনা করা

১১। যথাযথ আইসিটির ব্যবহার, বাস্তব উপকরণ তৈরি ও সেগুলো শ্রেণিতে ব্যবহার করা

১২। আইসিটি জ্ঞান আহরণ করা। নিজেকে আইসিটিতে দক্ষ করে তুলা।

১৩। অনলাইনের যাবতীয় কাজে বিদ্যালয়কে, প্রধান শিক্ষককে নিজেকে সাহায্য করা।

১৪। উর্ধতন কর্তৃপক্ষের আদেশ যথাযথ মেনে চলা

১৫। পঠন দক্ষতা উন্নয়নে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়া ও।বাস্তবায়ন করা

১৬। মুভমেন্ট রেজিস্টার মেনে চলা ও ক্লাস চলাকালীন অফিসে বসে না থাকা।

১৭। বিভিন্ন ক্লাব সঠিকভাবে পরিচালনা করা যেমন - কাব, হলদে পাখি, ল্যাঙ্গুয়েজ, কোডিং, ক্ষুদে ডাক্তার৷ পরিচ্ছন্নতা ক্লাব ইত্যাদি