Wellcome to National Portal

** আগামী ২৮-০৪-২০২৪ থেকে বিদ্যালয় খোলা থাকবে এবং সকাল ৮ টা হতে ১১:৩০ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলবে ।   **  আন্ত:উপজেলা (একই জেলার ভেতর) অনলাইন বদলী ২০২৪ শুরু হয়েছে।  বদলী হতে ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল এর।মধ্যে অনলাইনে আবেদন করুন ** সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২৪ (৩য় ধাপ) এর ফলাফল প্রকাশ হয়েছে, নোটিশ বোর্ডে ফলাফল দেখুন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের প্রধান অর্জনসমূহঃ

শিক্ষা খাতে:

  • প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
  • বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে ২০২৪ সালে বিনামূল্যের  বই বিতরণ করা হয়েছে।  
  • ঝরেপড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায়  ১০০% শিক্ষার্থীকে উপবৃত্তি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। 
  • তাছাড়া 204টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্থানীয় উদ্যোগে মিড-ডে মিল চালু করা হয়েছে।  আপাতত করোনা পরবর্তী সময়ের জন‌্য সাময়িক স্থগিত রয়েছে। 
  • প্রতিবছর 204টি বিদ্যালয়ের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়ে আসছে।

অবকাঠামো খাতে:

  • বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে 30টি নলকূপ স্থাপনসহ ১৫ টি ওয়াশব্লক নির্মাণ, ১০টি নতুন ভবন নির্মাণ, ০৯ টি সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।

আইসিটি খাতে:

  • প্রতিটি বিদ্যালয়ে  মডেম ক্রয় বাবদ বরাদ্দ প্রদান করা হচ্ছে ও সরকারি কর্তৃক ওয়াইফাই রাউটার প্রদান করা হয়েছে। 
  • প্রয়োজনের ভিত্তিতে ১২০+ বিদ‌্যালয়ে সরকার কর্তৃক উচ্চ কনফিগারেশন সমৃদ্ধ ওয়ালটন ল‌্যাপটপ প্রদান করা হয়েছে।
  • বিদ‌্যালয়ের নিরাপত্তার স্বার্থে অধিকাংশ বিদ‌্যালয়কে সিসি ক‌্যামেরার আওতাধীন আনা হয়েছে।  

জনবল খাতে: 

  • বিদ‌্যালয়ের শূন‌্যপদ পূরণের লক্ষে উপজেলায় ২০২৩ সালে নতুন ৮৯  জন শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়েছে।  
  • অন‌লাইন বদলীর মাধ‌্যমে সহজেই কাঙ্খিত বিদ‌্যালয়ে বদলীর ব‌্যবস্থা করা হয়েছে।  
  • শিক্ষক: শিক্ষার্থী এবং শিক্ষার্থী:শ্রেণিকক্ষের অনুপাত অনুসারে প্রয়োজনীয় সংখ‌্যক শিক্ষকদের বদলী বা সংযুক্তি করা হচ্ছে। 

প্রশিক্ষণ খাতে:

  • বিদ‌্যালয় ভিত্তিক প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলমান রয়েছে। 
  • ২০২৩ সালে নতুন নিয়োগ প্রাপ্ত  প্রাক-প্রাথমিক এর সকল শিক্ষককে (মোট ৫৪ জন) প্রাক- প্রাথমিক প্রশিক্ষন প্রদান করা হয়েছে। 
  • ২০২৩ সালে ২০৪টি বিদ‌্যালয়ের মধ‌্য থেকে প্রতিটি বিদ‌্যালয়ের প্রায় প্রত‌্যেককে কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ২০২৩ সালে কুমিল্লা পিটিআই তে মোট ২০ জনকে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  
  • ২০২২ সালে ২০৪টি বিদ‌্যালয়ের মধ‌্য থেকে প্রতিটি বিদ‌্যালয়ের ০১ জনকে গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ২০২২ সালে ২০৪টি বিদ‌্যালয়ের মধ‌্য থেকে প্রতিটি বিদ‌্যালয়ের ০১ জনকে ইংরেজি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ২০২২ সালে ২০৪টি বিদ‌্যালয়ের মধ‌্য থেকে প্রতিটি বিদ‌্যালয়ের ০২ জনকে বাংলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার নিমিত্তে প্রশিক্ষণ চলমান রয়েছে।  

আর্থিক খাতে: 

  • বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের  ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP)  বাস্তবায়নের জন্য বিদ্যালয় প্রতি ছাত্র অনুপাতে বাৎসরিক ১ লক্ষ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
  • প্রতিটি বিদ‌্যালয়ের ওয়াশ ব্লক মেরামতের উদ্দেশ‌্যে প্রতি ওয়াশ ব্লকের জন‌্য ১০ হাজার টাকা প্রদান করা হচ্ছে।  
  • মাইনর মেরামতের জন‌্য ২০২৪ সালে ২১ টি বিদ‌্যালয়কে ২ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে।  

শুদ্ধাচার খাতে:

  • দুর্নীতি রোধে অফিসকে দালাল মুক্ত করা হয়েছে। 
  • সঠিক তথ‌্য প্রাপ্তিতে গুগল ফর্মের মাধ‌্যমে মাঠ পর্যায় থেকে সঠিক তথ‌্য সংগৃহীত হচ্ছে।  
  • দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।  
  • বিদ‌্যালয় পর্যায়ে অর্থের সঠিক ব‌্যবহার নিশ্চিতে সকল অফিসারগন নিত‌্য তদারকি চলমান রয়েছে।